কবিতাঃ- আজ ভাবনায় গরমিল
✍️ মনোজ ভৌমিক


ভাঙছে পাহাড়,বইছে নদী, নিজের খেয়াল মত,
ধোঁয়া মাখা মেঘ দিগন্ত ছোঁয় সকল বিকেল কত!
সুনামি আসছে যখনতখন, পাল্টে দেয় মানচিত্র,
ভূমিকম্প কাঁপায় এ ধরা, ত্রাহি ত্রাহি ওঠে মন্ত্র।


উলটপালট আবহাওয়ার আবোল তাবোল কথা,
মানুষগুলো হারিয়ে বোধ, সইছে কঠিন ব্যথা।
গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত কখন যে কি রূপ ধরে!
ফাগুন দিনে মিথ্যে চাওয়া, চৈত্র মনের ঘরে।


দুয়ার খোলা আকাশটাতে নেই তো নীলের ছটা,
বিষাক্ত হাওয়া এনেছিল বয়ে বিষাদের ঘনঘটা।
স্মৃতির পাতায় করছে খেলা পুরাতন দিনগুলি,
রোমন্থনে বাড়ছে অসুখ বেহিসাবী কথাকলি।


শৈশব যেন বৈভব হাতে করছে আজ মাতামাতি,
কৈশোরটা হারিয়েছে দিশা ভাবনার ঘরে ক্ষতি।
নিকোটিন ছোঁয়া তারুণ্যটায় সম্পর্কের জ্বালাতন,
মদমত্ত যৌবন অধীর,সোস্যাল মিডিয়ায় খেলে মন।


ভালোবাসার শেষ কামড়ে প্রৌঢ়ত্বের সাজ দেখো,
বৃদ্ধাশ্রমে কাঁদছে সময়, হিসেব কষতে শেখো।
প্রকৃতির রূপ আবোল তাবোল জীবনের সাথে মিল,
সময়ের ঘরে শূণ্য হিসাব,আজ ভাবনায় গরমিল।