কবিতা :-আজও রইলি ইতিহাস
             মনোজ ভৌমিক


আলোর সাথে ভালো কথা
আজও বলতে শেখেনি কেউ!
আধমরা ঐ রোদ্দুর তবু
ছুঁয়ে চলছে পাহাড় ঢেউ!


হিমেল হাওয়ার গতিপথ
হেথা বদলায় ক্ষণেক্ষণে,
রোদ বোঝেনা শৈত্য হাওয়া
ভালোবাসে ওরে মনে মনে ।


পাহাড় ভাঙা বিষণ্ণতায়
আজ নীরব সজীব দেহ!
মনের মাঝে লুকিয়ে মন
হোথায় কাঁদছে যেন কেহ!


সজীব মনের নীরবতায়
সদাই চলে ব্যর্থ পরিহাস,
অমরাবতী তাই বুঝি তুই
আজও রইলি ইতিহাস।