কবিতা :-এখনো সময় আছে
          মনোজ ভৌমিক


মেঘবালিকা,আর পালাবি তুই কোথা!
পাহাড় প্রাচীরে ধরা পড়লি যে হোথা।
কেঁদেকেটে তুই ভাসালি সবার ঘর,
ওখানেও তুই হলি যে সবার পর।


সময়ের স্রোতে গা ভাসানো তোর ছবি,
তোর চাতুরী বুঝতে পারে সব কবি।
ছলিত হাওয়ায় দিস কেন রে মন!
কুমারী প্রেমের দিশাহারা আলাপন।


মাটির প্রেমটা সদাই থাকে রে স্থির,
ওরে বুকেতে ভাব ভাবনা যে গভীর।
বুঝেশুঝে তুই পড়তিস ঝরে বুকে,
সৃষ্টি আবেশে থাকতিস বড় সুখে।


আদর সোহাগ পেতিস বলনা কত!
আকাশী ভাবনা ওখানেই হতো হত।
বুক ভাঙা ওই বে-হিসেবী তনুমন,
আজকে তোর ঘর ছাড়া জ্বালাতন।


এখনো সময় তোর হাতেতেই আছে,
বসিয়ে নে ঘর মাটির ছেলের সাথে।