জানালার কাঁচ ভেঙে এসেছে কঠিন রোদ্দুর।
তুমি বললে,"অসহনীয়!"
আমি বললাম,"সহ্য করো।
এ ছাড়া উপায় কদ্দূর!"


রাস্তার নেড়ী কুকুরের দল,
জিভ বার ক'রে, পরিশ্রান্ত গ্রীষ্ম দুপুরে,আস্তাকুঁড়ে,
খুঁজে পেতে চায়,একটু স্বস্তির আশ্রয়।


হা-ভাতে মাঠগুলো, চেয়ে আছে আকাশের পানে!
ওখানেও হয়েছে নাকি ব্ল্যাকহোল প্রচুর!


নির্জল ডোবা পুকুরে,কচুরি-পানা চেয়ে আছে
হতাশার চোখে, হিঁংচের দিকে।


মরুভূমির ক্যাকটাসেদের ফারাক পড়ে না কিছুই;
ওরা তো দিব্যি বেঁচে আছে।
শুধু ভয় মরুঝড়ের! আশঙ্কা স্থানান্তরের!


এভাবে আর চলবে কত দিন!
ক'বে দেখবে আবার শরতের আলো ঝলমলে
স্বর্ণালী দিন!