কবিতা :- আমার হয়েই থাকিস
             মনোজ ভৌমিক


তোর কাজল হরিনী চোখেতেই আমি একেবারে ফিদা,
অবাক হয়ে দেখতুম যখন বলতিস তুই,"হাঁদা।"
এখন যখন তাকিয়ে দেখি তুই মুখ কেন ফেরাস ?
আমায় যেন চিনিস না তুই এমন ভাবটি দেখাস !!
সত্যি কথা বলনারে আমায় সময় পড়েছে কি ফাঁকে?
তুই যেন এখন সাগর মোহনায়...আমি নদীবাঁকে!
দেখার জন্য মনও চাই সত্যি বলনারে তুই আজ,
একটুখানি মুখ ফেরালে বলিস কেন,"ভীষণ কাজ।"
হলুদ বরণ ওই শাড়ীটা আজ বড়ই ফিকে লাগে,
গোলাপ রাঙা মনটা কেন শুধুই থাকে যে অনুরাগে!
ভাবনা গুলো ওই অন্তরেই সদাই জাগিয়ে রাখিস,
সবুজ রঙটা দু'চোখে মেখে,আমার হয়েই থাকিস।