কবিতা:- আমি আজও দেখি
✍️ মনোজ ভৌমিক


আমি প্রতিদিন সেই নারীদের   রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখি!
অর্ধনগ্ন শরীরে দু'হাত পেতে বলে,তোরা একমুঠো খাবার দিবি নাকি!!


আমি আজও ঐ নারীদের ভিড়ভাড় শহরে, দুগ্ধপোষ্য শিশু কোলে দেখি!
অসহায় ক্ষুধার্ত কন্ঠে ভিক্ষা মাগে,বাবু, একটা দু'টো পয়সা দেবে কি!!


আমি আজও সেই নারীদের  ওই নিশুতি রাতের আঁধারে অশ্লীল ভঙ্গিতে দাঁড়াতে দেখি!
কৃষ্ণচূড়ার মতো অসীম যন্ত্রণা বুকে চেপে বলে, এসো গো বাবুরা, ভালোবাসা কিনবে নাকি!!


আমি নিম্নবিত্ত পরিবারের সেই হতাশাগ্রন্থ রমণীদের  চোখগুলো দেখি!
ভোর থেকে রাত সংসার সুখে কলুর বলদের মতো ঘানি টানছে একাকী!!


আমি সেই কর্মঠ নারীদের শিশুপিঠে বেঁধে সভ্যতার গাঁইতি চালাতে দেখি!
গ্রীষ্ম বর্ষা শীত অগ্রাহ্য করে, সবুজের সমারোহে হাতে হাত রেখে দেখায় সুমতি।


আমি সেই বয়বৃদ্ধা নারীদের মধ্যরাতে চিৎকার শুনি!
খোকা, খোকা, তুই কি  এসেছিস! আমার নয়নের মণি!!


আজ আমি শতাব্দীর সেই সব দক্ষ নারীদের দেখি!
সমৃদ্ধির সিঁড়ি চড়তে চড়তে নীরবে মোছে আঁখি।


আজ আমি আবাল বৃদ্ধা বনিতার চোখে চোখ রেখে দেখি,
ভয়ার্ত শঙ্কিত চেহারায় বলে, এ আপন আপন নাকি!


হায়রে নারী! সীতা অহল্যা দ্রৌপদী থেকে কল্পনা তো হলি,
ঐ পুরুষের কাছে সেই সম্মান আজও কি তুই পেলি!!