কবিতা:- বৃষ্টি আমি
         মনোজ ভৌমিক


এবার তোরা আমায় পরখ করেই বল,
বলবি জানি,এখন করছি আমি ছল।


আষাঢ় দিনে ছিলাম চুপেচুপে,
মাঝ শ্রাবণে রাগলাম অভিশাপে।


ঝরে পড়লাম অঝোর ধারায় হেথা,
ও শহর তুই এবার যাবি রে কোথা!


বলতিস বড়ো,"কোথায় হারিয়ে গেলি!"
বলবি এখন,"তুই বড় মনচলি।"


ভাসিয়ে দিলাম তোদের শহরটাকে,
বৃষ্টি আমি,একথা যেন মনে থাকে।


গৃহবন্দি হয়ে গেলি আজ তোরা,
হাই এলার্টে শহরটা পড়লো ঘেরা।


অনেক গালি দিয়েছিস মনে মনে,
বৃষ্টি আমি,বোঝাচ্ছি নাচে গানে।


মনের সুখে নাচবো ক'দিন হেথা,
তারপরে আমায় শোনাবি ব্যথা কথা।


শুনবো তখন ঐ দূরের থেকে আমি,
আবার আমি হয়ে যাব যে কমদামী।


বি:দ্র:- গুজরাতের বরোদা শহরে অতি বৃষ্টির উপর  লেখা।