কবিতাঃ- আমি তো কবিতা লিখি না
✍️ মনোজ ভৌমিক


আমি তো কবিতা লিখি না,
কবিতা লেখে ওরা,
যাদের কবিতায় থাকে
শব্দ মন গড়া।


ভাবনায় জেগে ওঠে
শুধু খাজুরাহ!
কবিতার ছত্রে ছত্রে
ফোটে অন্তর্দাহ।


কলম কেবলি খোঁজে
নাভি তলদেশ!
পাঠক বলতে থাকে,
আহা! বেশ বেশ!!


ওদের কালিতে ফোটে
অজন্তা-ইলোরা,
বাহবা কুড়ায় দেখি
শব্দের পশরা!


উন্নত বুক,নিতম্বে
শব্দ মধুকরী,
ভূয়সী প্রশংসায়
কাব্য শ্রীহরি!


রূপকের অন্তরালে
উলঙ্গ তসবীর,
ওরাই মহান কবি
কন কাব্য বীর।


মানবিক ভাবনা চিন্তা
কবিতার ক্ষত,
তাই আমার কবিতা
সময়ে আহত।