কবিতাঃ- অন্তিমক্ষণ ( অনু কবিতা)
✍️ মনোজ ভৌমিক


সভ্যতার রঙ ধূসর হয়েছে
আঁধার ঘনায় চারিদিকে,
আমিত্ব প্রকাশে লড়ছে সবাই
আজ সুখ কাঁদে বুক ঠুকে।


মরছে মানুষ, মরছে পাখিরা
এবার মরবে জানোয়ার,
সবুজ পৃথিবী অবুঝ দেখছি
দোষ গুন হিসেব বেকার।