কবিতাঃ- অন্তর্দহন
✍️ মনোজ ভৌমিক


অনেক স্বপ্ন চোখের পাতায় ভাবনা মনের কোণে,
খোকন আমার মানুষের মত মানুষ হবে এ ভুবনে।


সত্যি বলছি খোকন আমার করতে পারিনি আঁচ,
বৃদ্ধাশ্রম করছে ঝাপসা মন-চশমার কাঁচ....


সোহাগ যতন দিয়েছি অনেক বুঝিনি কি ছিল ফাঁক,
আজকে কেমনে দেখাবো সবারে পোড়া হৃদয়ের রাখ!


বিনিদ্র রাত কেটেছে যে কত তোকে নিয়ে সেই বেলা,
দুচোখ রাঙানো স্বপ্ন নিয়েই খেলেছি কত যে খেলা!


খোকন আমার বুকের পাঁজর দিয়েছি অনেক দাম,
উজাড় করেছি জমানো পুঁজিও সমাজে করবে নাম।


আজকে খোকন মানুষ হয়েছে ভালোই আছিস তুই,
আঁধার হাতড়ে ছুঁই যে দেয়াল  প্রত্যাশা নিয়ে রই।