পদ্য কবিতা:- আপনাতে আপনি আপন
                 মনোজ ভৌমিক


কার সাথে কার হয় কথা!
সংশয় বড়ই অযথা।
তুমি আমি এক পথে যোগ,
এই নিয়ে করি কেন শোক?
হঠাৎ-ই চোখ খুলে দেখি,
কার সাথে কে দিচ্ছে উঁকি?
ও দেখাতে কি বা আসে যায়?
সময় যে অলসে হারায়।
কাজে কেন হও না ব্রতী?
নিজ ধ্যানে রাখো সদা মতি।
আজকের বিষাদিত মন,
মুঠোফোন হয় যে আপন।
কখন কে কোন পথে যায়,
এ চোখ যে ভ্যাবাচেকা খায়।
যার মনে যত আছে ব্যথা,
যত খুশি বলুক না কথা।
অসময়ে এই আলাপন,
সময়ে দেয়নি যে মন।
ছেড়ে দাও সব চোরাগলি,
বাজুক প্রেমের কাকলি।
দু'দিনের এই খেলাঘর,
তারপর সব হবে পর।
ভানুমতী খেল খেলে যারা,
দুনিয়ায় শ্রেষ্ঠ যে তারা।
ঝেড়ে ফেলো সব অভিমান,
আপনাতে আপনি আপন।