কবিতাঃ- আর একটা জন্মদিন
✍️ মনোজ ভৌমিক
সময় ছুঁয়েছে ঘুণপোকা রোদ্দুর
বৃষ্টি মেঘের নেই দিগন্তে দস্তুর
উড়নচণ্ডী হাওয়ার খেলাধুলা
মেঘে মেঘে বাড়েইবা কত বেলা!
দিন গুনলেই মাস পেরিয়ে বছর
সংখ্যা দিয়ে বয়স গোনায় দোসর
পায়রা ঠোঁট হোকনা ই-মেল আজ
ভাবনায় কিন্তু সেই পুরাতন সাজ!
এন্ড্রয়েডে ফিচার অনেক রকম
ওখানেও তো ইন্টারেস্ট বড় কম
ইন্টারনেটে নেটওয়ার্ক প্রবলেম
প্রোফাইলে চলে নিত্যনতুন গেম!
ম্যাসেঞ্জারে ব্লাকলিস্ট কত কল
ইনস্টাগ্রাম হয়নি এখনো সবল
চেহারা জুড়ে নিখাদ রয়েছে মন
সেলাই মেশিনে একটাই রিংটোন
এফ এমে বাজছে "এ শুধু গানের দিন "
গোধূলি ছুঁয়েছে আর একটা জন্মদিন ...