কবিতাঃ- আর শঙ্খ বাজিও না
✍️ মনোজ ভৌমিক


যন্ত্রণা চিবোতে চিবোতে
চলে গেল উন্নয়ন!
শুধু রয়ে গেল চারিদিকে
গণতন্ত্রের উন্মাদ সমীকরণ!!
কেউ বলে, খেলা হবে!
কেউ বলে, রামরাজ!!
ইতিহাস জানে মীরজাফর কারা!
আমজনতা আজও সেই সিরাজ!!
"নিভন্ত এই চুল্লীতে"
আজ মাতৃত্বের কান্না!
মুখটা বন্ধ রেখো,
আর শঙ্খ বাজিও না।