কবিতাঃ- আরো চাই
✍️ মনোজ ভৌমিক


কেইবা এখন কারি বা খোঁজ রাখে?
সবাই আজ নিজেকেই খুব দেখে!
দেখার জন্য নেই তো কোনো বারণ,
অযথা কেন খোঁজো হাজার কারণ!!


কারণ খুঁজলে বাড়বে মনের জ্বালা,
ভাবনার ঘরে লাগিয়ে রেখো তালা।
খুঁজতে গিয়ে পাহাড় প্রমাণ সুখ,
প্রতিযোগিতায় শরীর জুড়ে অসুখ!


পিছন ফিরে তাকিয়ে দেখবে যখন,
রোজনামচায় হোঁচট খাবে তখন।
গণ্ডা থেকে ডজন ছিল ছেলে মেয়ে!
হায়! হায়! শব্দ মনেতে ছিল না ছেয়ে!!!


কষ্টগুলোকে ভাগ করে নিত সবাই,
একান্নতে ছিল না কারুর কামাই।
শৈশব পিঠে ছিল না তো ভার বোঝ!
দিনান্তে ছিল একে অপরকে খোঁজ।

আজকে দেখি শুরুর থেকে শেষ,
আকাশ ছোঁয়ার বড্ড বেশী রেশ!
অসুখ কত বাঁধছে শরীরে বাসা,
প্রেসার সুগার সময়ের ভালোবাসা।


দিন কেটে যায় টিপটাপ আইফোনে,
শরীরচর্চা কেইবা মনেতে আনে!
শঙ্কার ঘরে লাগাম দিতে শেখো,
অবুঝ মনকে সবুজের ঘরে রাখো।


সাধের এ পৃথিবী সুন্দর বড় জেনো,
অবুঝ মনকে বোঝাও না তুমি কেন?
আত্মন্তুষ্টিই শান্তির বড় আধার,
"আরো চাই," রব করে দাও পরিহার।