কবিতাঃ- আসে না প্রভাত
✍️ মনোজ ভৌমিক


প্রতিটি রাতের মত
একা জেগে আছি,
আধঘুমো চোখ গুলো
ভালো করে যাচি।


ঘুমোয় না কেউ আজ
রাত জাগা পাখি!
লাল নীল আলো গুলো
জ্বলে যেতে দেখি!!


সবুজ আলোর খিদে
হৃদয়ে সবার!
সবাই চালাক বড়
খোঁজে বার বার !!


লিপস্টিক ছুঁয়ে আছে
পিয়াসী কামনা,
কাজলের রং বোঝে
মনের বাসনা।


অতৃপ্তি মনের মাঝে
মেটেনা পিয়াস!
সোস্যালের সব পাতা
ঘুরে ফেরে আশ!!


এখন পৃথিবী জুড়ে
ঘন কালো রাত!
পেঁচারা প্রহর গোনে
আসে না প্রভাত!!