কবিতা :- আশা
             মনোজ ভৌমিক


শরৎ আকাশে কালো মেঘেদের খেলা!
মনের কোনেতে উঁকি দেয় কালবেলা।
টগর শিউলি চুপচাপ দিনেরাতে,
কাশের হাসি শুকনো দেখি প্রাতে।


উৎসব কথা সবার হৃদয় ছোঁয়,
বানভাসি ব্যথা জাগায় মনেতে ভয়।
দুর্গতিনাশিনী আসবে ধরার 'পরে,
শরৎ জাগবে আবার পুরানো সুরে।