কবিতা:-আঠারো চলে যায়
             মনোজ ভৌমিক


আঠারোর নেই তাপ শুধু থুরথুরে,
নিজ মনে যায় চলে আজ ঘুরেফিরে।
বুড়ো শীত হাত ধরে পরম আদরে,
বলে সে,"যেতে দাও উনিশ যে দ্বারে!"


কুটকুটে রোদ হেথা মিটিমিটি চায়,
আঠারো বুকের ব্যথা উনিশে শোধায়।
শীতকে জড়িয়ে ধরিস সোয়েটার মজায়,
কানটা বেঁধেই নিস আবেশি কথায়।


রাতের গভীর ব্যথা লেপ কম্বলে,
বালিশ বুকের মাঝে যাস মোরে ভুলে।
ঐ মনের জানালাটা রাখবি কি খুলে?
জমানো ব্যথা যে বড়ই বাউণ্ডুলে।


জাগবি মুঠোফোনে বড় মধু স্বরে,
আমার বিদায় ক্ষণ,ভালোবাস ওরে।
দখিণা বাতাসে ফাগুন আসবে দোরে,
আমারে ভুলেই যাস তুই একেবারে।


সময়ের সাথে তুই মেলাস রে তাল,
ঘোচাস আঁধার ক্ষণ, দিন কলিকাল।