কবিতা:- অতৃপ্তির বৃষ্টি
✍️ মনোজ ভৌমিক


হঠাৎ করে মুশল ধারে
বৃষ্টি নামলো গভীর রাতে,
বেশ কিছুটা জমলো জল
মোর হৃদয়ের আঙিনাতে!


জমলো বটে ডুবলো নাতো
তৃষিত এই হিয়ার কোণ!
অতি সাধারণ ছন্দ ছিল
সে বৃষ্টি তো আসেনি তখন!!


বলতে পারো সময় ফেরে
বৃষ্টি কেন ভেজায় না মন!
ঐ বৃষ্টিই বুঝি সৃষ্টি ছাড়া
শরীর মনে শুধু জ্বালাতন!!


প্রশ্ন জাগে কেন গো এমন
বৃষ্টি কেন ভেজায় না হিয়ে!
যে বৃষ্টিতে ছোঁয় না গো মন
ব্যর্থ প্রয়াস শরীর ছুঁয়ে!!


চারি দিকটা মাতাল ছিল
সাঁঝের ফোটা শিউলি ঘ্রাণে,
টগরের সিক্ত চোখে দেখি
বেলা শেষের শোকের মানে।


শোকার্ত হয়ে কি লাভ হবে!
অতৃপ্তি ভরা ব্যর্থ জীবন!!
অসময়ে মাতাল হৃদয়
পিয়াসী এ মন উচাটন!!