কবিতাঃ- ব্যালকনি
✍️ মনোজ ভৌমিক


গন্ধ শুঁকছি কফির কাপে
উড়ছে প্যাঁচালো ধোঁয়া,
মন কেমনের দিনগুলিকে
একলা মনেই ছোঁয়া।


ব্যালকনিটা গাইছে আজ
বিষাদ ভরা গান,
শ্রাবণী মেঘে দেখছি তাই
মন ভাঙা অভিমান।


দুই দশক পিছনে ফিরে
ঘাঁটছি স্মৃতির পাতা,
ওখানে ছিল অনন্ত প্রেম
ছিল এ মনের মিতা।


মেঘবালিকা উঠতো হেসে
রংধনু রঙ নিয়ে,
হঠাৎ এসে বসতে পাশে
ডাকতে আমায় "প্রিয়ে।"


সৃষ্টির বৃষ্টি আসতো নেমে
দুই চোখের তারায়,
গল্প গানে যেতাম হারিয়ে
আলো আঁধারি খেলায়।


ভিজত চিবুক,ভিজত ঠোঁট
ফুটতো কদম ফুল,
গান গাইত হৃদয় জুড়ে
বেহেস্তের বুলবুল।


আজকে কেন হৃদয় নদে
দেখিনা প্রেমের বন্যা!
অঝোর ধারায় বৃষ্টি এলে
হও না  তুমি অনন্যা!!


মন কেমনের ব্যালকনিটা
খুঁজছে হারানো প্রেম,
তোমার প্রেম ভাগ হয়েছে
এ অন্তরে জ্বলে হেম।