কবিতাঃ- বাঁচে যেন আগামী প্রদীপ
✍️ মনোজ ভৌমিক


দিবস আসে দিবস যায়,
ভাবনা শুধুই গান গায়!
শিশু তোমরা আজ হেথায়,
দাঁড়িয়ে আছো যে দু'নৌকায়!!


বিপন্ন এই সময়টাতে
রয়েছে পৃথিবী বিষাদেতে।
আমার আমার করে সবে,
তোদের কথা ভাববে কবে!


আমিত্বটার গলা টিপে
ওদের জন্য দে না সঁপে।
বন্যা আসুক উঠুক ঝড়,
নতুন করে বাঁধ রে ঘর।


জ্বলবে আলো জ্বলবে দীপ,
বাঁচে যেন আগামী প্রদীপ।