কবিতা:- বার্তা আগমনী
             মনোজ ভৌমিক


শিউলি ফোটে সাঁঝের বেলা
সকালে টগর ফুল,
ঐ দেখো গো নদীর চরে
কাশের দোলন দুল।
জুঁই-এর হাসি ফুটছে হেথা
সাথে মল্লিকা-বকুল,
নদীর হৃদয় পাগলপারা
ভাঙছে নিজের কূল।


আকাশ পানে তাকিয়ে দেখি
সাদা-কালো মেঘ গুলো,
খেলছে ওরা আপন সুখে
সাথে অরুণ আলো।
ময়ূর পেখম উড়িয়ে নাচে
মন রাঙানো নৃত্য,
ভালোবাসা রঙ লাগছে চোখে
বিহ্বল হয় চিত্ত।


প্রকৃতির আজ অরূপ সজ্জা
নয়নাভিরাম রূপ,
মরাল-মরালী নাচিছে পুকুরে
মাছরাঙা ঝুপঝুপ।


পাখিরা সব উড়ছে দেখো
আজকে মনের সুখে,
রাস্তার ওই ল্যাংটো খোকা
দেখছে অবাক চোখে।


চারিদিকে আজ খুশির
মেলা সবাই করছে কানাকানি,
মধুর সুরে বাজছে বাদ্যি
বার্তা আগমনী।