কবিতা:- বেঁচে থাক এই মুঠোফোন
             মনোজ ভৌমিক


মেঘেদের ঘুম ভেঙে গেছে,
কাকভোরে বৃষ্টি এসেছে।
মুঠোফোন নিলো এক হাতে,
কাজল আঁকলো দু'চোখেতে।


চুপিচাপি আয়নাতে দেখে
কি যেন কি বলছে নিজেকে!
টুং করে বাজে রিংটোন,
ও মনে ভীষণ জ্বালাতন।


কার ছবি এলো আজ আগে!
কে রয়েছে বড় অনুরাগে?
স্ট্যাটাসেতে দেখে নিই চল,
এ মনেতে বড় কলরোল।


বর্ষার রঙমাখা চোখ,
আজ কথা ফোনেতেই হোক।
যে আমারে বড় ভালোবাসে,
সে যেন ব্লক হয় শেষে।


বড় বড়  বৃষ্টির ফোঁটা
কতদিন হবে না দেখাটা।
বেঁচে থাক এই মুঠোফোন,
বুকে তার পিয়াসী শ্রাবণ।