কবিতাঃ- ভাবনায় কেন ছল
✍️ মনোজ ভৌমিক


সময় তো বড় নয় বড় শুধু দিনটা,
চুপচাপ বসে বসে করো কি গো চিন্তা?
পৃথিবীর খেলাঘরে দিন আসে দিন যায়,
বছরে বড় দিনের একবারই দেখা হয়।


সময়কে ভুলে গিয়ে এসো করি  হৈচৈ,
ভাবনা লুকিয়ে রেখে মনটা রাঙিয়ে লই।
শ্যাম্পেন উড়িয়েই কাটি সুস্বাদু কেকটা,
নিয়নী আলোর নিচে নাচবো খানিকটা।


কতগুলো মোমবাতি জ্বললো ওদের ঘরে!
খুঁজেছো কি একবার রাস্তার আস্তাকুঁড়ে!!
রুটির টুকরো খোঁজে বড় ছোটো সব দিনে,
শরীরের ঘামটাকে ওরা শুধু বেচেকেনে।


ওদের কোথায় খুশি? শীত,রোদ ও বর্ষায়??
ফাগুনে আগুন লাগে পড়ে থাকে রাস্তায়।
তবু ওরা আলো খোঁজে প্রতিদিন প্রতিপল,
জন্ম যীশুর হলেও ভাবনায় কেন ছল?