কবিতা:- ভাবটা হয়ে যায় মেকি
             মনোজ ভৌমিক


শিশু শিশু বলে লোকে আজও হেথায় কেন!
কত শিশু শ্রমে আছে কেউ কি তোমরা জানো!!


হাজারো শিশু পথে ঘাটে মাঠে মমতা খুঁজে ফেরে!
কত জনে দেখি আজ কারখানার গুপ্ত কুটিরে!


ব্যর্থ অশ্রু ফেলে ওরা আজও নিরবধি,
সময়ে কি কথা বলে একবিংশ শতাব্দী!!


মানুষের বিবেকের হয়েছে কি পরিবর্তন!
মানবিক ভাবনা লুকিয়ে চলছে অবাধ শোষণ।


আইনের চোখে বাঁধা থাকে সদাই কালো কাপড়,
নিয়মকানুন ওদের ঘরে যারা  তাবড় তোবড়।


তুমি আমি শুধু শুধু করি কেন বলো শোক!
পিছন দরজায় কারা বলে শিশুশ্রম হোক!!


দিন শুধু দিনই থাক সকল ভাবনায়  চোখ রাখি,
আমরা কিন্তু ভদ্র লোক ভাবটা হয়ে যায় মেকি।