কবিতাঃ- ভুবন মাঝি
✍️ মনোজ ভৌমিক


কেমন আছো ভুবন মাঝি?
সময় হারা এই বেলায়!!
খুঁজছো নাকি সেই বসন্ত!
বেলা শেষের শেষ খেলায়!!


খেলা তো ভাই খেললে তুমি
সকাল থেকে বিকেল ভর,
সাঁঝের বেলা কিসের খেলা?
এত কেন হে মচাও শোর!!


কোন খেলাতে জিতেছো ভাই?
কোন খেলাতে হারলে বাজী??
সব খেলারই শূন্য যে ফল,
সাঁঝ বেলাও বোঝোনা নাকি!


রং মাখছো গালের 'পরে
কালো কলপে ঐ সাদা চুল!
মনের মাঝে প্রশ্ন কি নেই!
কোথায় আছে কতটা ভুল!!


'আমার আমার' এ যাকিছু,
সবই কিন্তু থাকবে পড়ে।
আসল সত্য জেনেও কেন,
মিছে অমরত্বে যাস লড়ে?


ভুবন মাঝি, ভুবন মাঝি,
এবার ও কাঁধে ঝোলা তোল।
হরি নামের জপরে মালা,
বসন্ত খোঁজা এবার ভোল।