কবিতাঃ- বিদায়ী বসন্তে
✍️ মনোজ ভৌমিক


যে বসন্তে কোকিল ডেকেছিল,
সে ফাগুনে তোমার দেখা নাই!
বিগত বসন্তে ডাকলো ভীষণ কাক!
এই ফাগুনে কোথায় তোমায় পাই!!


রঙিন হয়েছে পলাশের মন আজ!
কৃষ্ণচূড়ার ঠোঁটটি দেখছি লাল!!
গড়িয়ে গেছে অনেকখানি বেলা,
উঁকি মারছে প্রায় সায়াহ্ন কাল!


সরোবর জুড়ে বিষাদ মেঘের ছায়া!
যখনতখন ঘটে যায় অঘটন!!
তবুও বসন্ত খেলছে গোধূলি বেলায়!
ওই মনের গহীনে ভাবের রোমন্থন।


শব্দগুলো হারিয়েছে চলাফেরা,
তবুও কবিতা গায় বসন্ত গান!
গোধূলির বুকে অস্তরাগের খেলা!
কাক কোকিলের মিথ্যে কলতান।