কবিতা:- বিদায়ী ক্ষণে
          মনোজ ভৌমিক
(কিছু কারণের জন্য ৩১/১২/২০১৮ তারিখে কবিতাটি পোষ্ট করতে পারি নাই।আজ্জ করলাম)


আজ আমার বিদায় ক্ষণ,ঠিক রাত বারোটায়,
তোমরা জেগেই থেকো সময় ঘড়ির ও কাঁটায়।
আমি তো চলেই যাবো ফিরবো না আর তো হেথায়,
শুধুই ব্যথাগুলো রয়ে যাবে ও মনের খাতায়।


যদিওবা কোনোদিন আসি গো ফিরে,শতাব্দী পরে!
আগের চেহারাটা বদলে নেবোই নতুন করে।
তুমি যদি আসো হেথা কোনো এক জন্মান্তরে!
সেদিন চিনবো না আমি,পরিচয় নতুন করে।


হয়তো এ সজীব সবুজ কথা থাকবেনা হোথা!
কেবলি চারিদিকে ধূমল ধূসর রূঢ় বারতা।
সমুদ্র ঘুমিয়ে যাবে থাকবেনা সুনামি কথা,
বুকফাটা বোবা কান্নায় জাগবে পাহাড়ি ব্যথা।


আবার নতুন করে স্বর্গ হতে জল এনো তুমি,
সবুজ বিশ্বাসে দিয়েই ভরে দিও সেই মরুভূমি।
হয়ো সৃষ্ট মানবতার একচ্ছত্র স্বামী,
ধর্মান্ধ বিদ্বেষ হীন পৃথিবী গড়ে দিও তুমি।


আগামী শতাব্দীতে দেখিও দূষণ মুক্ত আকাশ,
তোমার প্রতি রইলো আমার এ অটুট বিশ্বাস।