কবিতাঃ-বিদগ্ধ কবিতা (১২০০তম)
✍️ মনোজ ভৌমিক


আমি হারালেও হারাবে না এ শ্রীভূমি,
তোমার মনেতে হয়তো থাকবো আমি।
শব্দ কবিতা খুঁজবে না তো কেউ এসে,
সেদিনও কি তুমি খুঁজবে  ভালোবেসে!


কোথায় আছে গো তোমার কবিতাগুলো?
ওই বন্ধ বাক্সে জমেছে ভীষণ ধুলো!
খুলছি যখন অনেক জোরেই হাঁচি,
রুমালটা দিয়ে মুখ ঢাকলেই বাঁচি।


খুলবে যখন দেখবে অনেক খাতা!
যন্ত্রণাময় হাজার খানেক কবিতা!!
সহজপাঠের কত শব্দ ওখানে বোবা!
অনেক ভাবনা হয়তো বা হাবাগোবা।


হলুদ চিঠি খুঁজে দেখো নীচের দিকে,
ওখানে কবিতা লাগবে না আর ফিকে।
ফাগুন দিনে যেমন বাহার আসে ফুলে,
একটু দেখো ঐ মনের দরজা খুলে।


আমার কবিতা বিদগ্ধ সময় কথা,
ওই বন্ধ বাক্সে প্রহর গুণছে একা।
বেআক্কেলে শত শব্দের মনমানি,
ভাবনা ওখানে একলাই অভিমানী।