কবিতাঃ- বিরাম চিহ্ন
✍️ মনোজ ভৌমিক


তোমার আমার সব গল্পেই
রয়েছে অযথা কমা,
যেখানে সেখানে হাইফেন দিয়ে
দুঃখ করেছো জমা।


কমিক্স ছাড়া গল্প গুলোয়
ট্রাজেডি অনেক বেশি,
রিমিক্স দিয়ে সুর বদলাই
খুঁজছি জীবনে হাসি।


সেমিকোলনে দাঁড়িয়ে আছে
গল্পের মানদন্ড,
বিসর্গ ছোঁয়া ভালোবাসায়
নিত্য নতুন দ্বন্দ্ব।


ঐ চন্দ্রবিন্দু লাগিয়ে কপালে
দেখাও নতুন সাজ,
প্রেম ভালোবাসার নিত্য দ্বন্দ্বে
পূর্ণচ্ছেদে কেন আজ!


যতি চিহ্নের কত না খেলা
খেললে জীবন ভর,
প্রশ্ন চিহ্ন দিয়েই আমায়
কেন গো করলে পর!


বিস্ময়টাকে আশ্রয় করে
মনকে শুধু বোঝাই,
জীবনের এই শেষ গল্পে
মনে মনে কেঁদে যাই।