কবিতা:- বিষণ্ণ সময়
            মনোজ ভৌমিক


চশমার কাঁঁচ বেয়ে নেমে আসে ঝাপসা সময়,
বাদল মেঘের ঘটা দেখি আজ চারিদিকময়।
বিষণ্ণ আবেশ নিয়ে বসে আছে বিরহী মন,
চাতকী প্রাণেতে দেখি যে আজ বড় জ্বালাতন।


সময়ের ইতিকথা ওই সময়ই ভালো জানে,
সেদিন সময় ছিলো বৃষ্টি ছিলো প্রাণে।
যায় আসে উড়ো মেঘ নেই আজ ব্যস্ত সময়,
মরুভূমি তনু নিয়ে ঘুমিয়ে যায় এ হৃদয়।


গান গেয়ে চলে গেছে কত যে প্রবীণা বরষা,
অকূলের পাড় ধরে হাঁটি আজ,নেই যে ভরসা।