কবিতাঃ-বিশ্বত্রাসী
✍মনোজ ভৌমিক

ও চীনাম্যান করলিটা কি!
কী খেলি যে ছাইপাশ!!
তোর কারণে বিশ্ব দেখলো
করোনার ভাইরাস।
কেমনতরো লোক রে তোরা!
পেটে কি করা ধারণ!!
সাপ ব্যাঙ সব মহাখানা
বাদুড়ে নেই বারণ।
একি তোদের ছলচাতুরি!
না জাগতিক বিদ্বেষ!!
নিউক্লিয়ার বোমা না ফেলে
ভাইরাসে ধরা শেষ !!!
নিজের জালে নিজে ফাঁসলি
হাহাকার তোর দেশে!
কেমন করে প্রোটেকশন
ক'দিনেই নিলি শেষে!!
ভাবতে গিয়ে অবাক লাগে
কুটিল তোর ভাবনা,
ত্রাস ছড়িয়ে এ বিশ্বময়
সহানুভূতি পাবিনা।
প্লাস্টিক ডিম, প্লাস্টিক চাল
বাঁধাকপিটাও তাই,
এসব করে দিচ্ছিস নাকি
মনুষ্যত্ব নামে ছাই!
ভাবনাটাকে একটুখানি
লাগাম দেনা রে তোরা,
এমনিকরে মারিস কেন
মানুষের বুকে ছোরা।