কবিতাঃ- বিশ্বজুড়ে উঠুক রব
          মনোজ ভৌমিক


ধর্ম নয়, বর্ণ নয়,খুঁজতে চেও না কোনো জাতি,
মানুষ খোঁজার ছল করতে কোরো না রাজনীতি।
ছোটো বড়র ফারাক কষে হিসাব চাওয়া বৃথা,
বাঁচার মত বাঁচো নতুবা মরণই শেষ কথা।


সময়ের ঘরে সময়টা আজ বড্ড বেশি ক্ষীণ,
মনুষ্যত্বকে মেরে ফেলে নিজেকেই করছো দীন।
শিক্ষা তোমার হয়নি আজও! ধর্মই শেষ কথা !!
লাখো লাখো মরছে মানুষ, বিবেকের বোধ কোথা!


ধর্মের নিশান ছিন্ন করো হৃদয় গহীন হতে,
ধর্ম আজ নীরব...ঐ মন্দির মসজিদ গির্জাতে।
সূর্য কি দেখে জাতধর্ম কিরণ দেওয়ার ক্ষণে!
মানুষ কেন নিয়েছে ব্রত মনুষ্যত্ব বিভাজনে!!


বিশ্ব জুড়ে উঠুক রব "আমরা সবাই মানুষ,"
সবাই মানবো বাঁচার মন্ত্র নচেৎ হবো ফানুস।