কবিতাঃ- বোধন
✍️ মনোজ ভৌমিক


বোধন তোমার হয় প্রতিবার
শোধন হয়েছে বলো কবে!
ঐ সত্য,ত্রেতা,দ্রাপর ও কলি
বদলায়নি কেউ এ ভবে!!


ভাবনার ঘরে আগুন জ্বলে
শরৎ কেন যে ভিড় করে!
স্বার্থে ঘেরা সেই বোধন ছিল
ধর্ম নামের রূপ ধরে।


ঐ পুরুষোত্তম নামের গভীরে
কলঙ্কের চিহ্ন আছে আঁকা!
অধর্মের বিনাশ হয়েছিল কী?
সীতাকে আগুনে কেন ছ্যাঁকা??


কিসের বোধন ছিল সেইদিন!
বলতে পারেন প্রভু রাম!!
সন্তান সম্ভবা নারী নির্বাসনে
নারীত্বের কি ছিল দাম!


সময়ের সাথে বদলায় যুগ
হয়েছে কী সমাজ শোধন?
উৎপীড়ন নিপীড়িন গণধর্ষণ
নিত্যদিনের শেষ আয়োজন।


মিথ্যে বোধন কেন ঐ দেবীর!
শোধন হোক না পুরুষ মন,
নইলে ত্রিশূল থাকবে হাতেই
সবল হবে রাম রাবণ।