কবিতাঃ- বদলাও ততটাই
✍️ মনোজ ভৌমিক


সময় বদলে গেছে
বদলেছে দিনকাল,
দেখছো কেমন আজ
ওয়েদার হালচাল!


শীত খেলে লুকোচুরি
বর্ষা আর ঐ গরমে!
ষড়ঋতু দেখি যেন
মরছে বড় শরমে!!


তোমার আমার কথা
কে আর আজকে শোনে?
বদলানো এ সময়ে
বলো কেবা রাখে মনে??


পয়সা আসলে হাতে
বদলায় রং ঢং,
চোখেতে পড়ে যে ছানি
ভাবনায় লাগে জং।


ভুগোলতে গণ্ডগোল
লেখে নয়া ইতিহাস,
গরীব কথাটা যেন
সময়ের পরিহাস!


বিশ্ব জুড়ে দেখি আজ
বদলেছে কতকিছু,
যতটা উঠছি উঁচু
ভাবনা ততই নীচু।


বদলাও অতটাই
যতখানি দরকার,
খুব বেশি বদলালে
ভেঙে যাবে সরকার।