কবিতাঃ- বৈশাখ তুমি এসো হেথায়
✍️ মনোজ ভৌমিক


লক্ষ কোটি রবীন্দ্রনাথ
বদ্ধ ঘরের মাঝে,
ভাবনা ওদের কাঁদতে থাকে
সকাল থেকে সাঁঝে।


জানলা দিয়ে বটগাছটাও
দেখতে পায় না ওরা!
পুষ্করিণীর নেই তো শোভা
ইমারত হয়েছে গড়া!!


লক্ষ্মণরেখা এঁকে দিয়েছে
মা বাবা আর সময়!
কবিতা লেখা বন্ধ এখন
সদাই মনেতে ভয়!!


বৈশাখ তুমি এসো হেথায়
নিয়ে সজীব বিশ্বাস,
সঙ্কটের এ বিহ্বলতায়
জাগাও প্রাণে উচ্ছাস।