কবিতাঃ- বলো দেখি কার ভুল
✍️ মনোজ ভৌমিক


নজরুল! নজরুল!!
হৃদয়ে গাঁথলো শূল!
রহমানী খিদেটায়
বলো দেখি কার ভুল?


সুর দিয়ে শব্দ ভাঁজে
এ দেশের রহমান,
ওর কিবা যায় আসে
কি ভাষায় আছে কি মান!


প্রশ্ন তো হাজার আছে
উত্তর খোঁজাই দায়,
শব্দ ভাষা ভাবনায়
কারা করে হায়! হায়!!


আজ যুক্তি তর্ক দিয়ে
একবার ভাবো দেখি,
সময়ের ভাবনায়
কতখানি আছে মেকি!


রবীন্দ্র রিমিক্স হয়!
অশ্লীলতা উৎসবে!!
তুমি আমি সেই লোক
বাঙালি বলি বৈভবে!


রহমান বোঝে নাকি
ঐতিহ্য এ বাংলার!
ওরা যারা গাইলেন
ছিল বলো কোথাকার!!


ক্ষমা তে হয় কি শেষ
শব্দ ভেদী এই কান্না?
প্রজন্মের রংঢং
ভাবে কি সেই ভাবনা??


সময়ের খিদেটাকে
ওরা তারা মেটাবেই,
রবীন্দ্র নজরুলেরা
সময় শিকার হবেই।


ধিক্কার দেওয়ার হলে
নিজেকে একটু দাও,
সময় কঠিন আজ
বাংলা বাঁচিয়ে নাও।