কবিতা:- বলরে মা মাটি
              মনোজ ভৌমিক


মাটিকে ভালোবাসতে চেয়েছি আমি,
নিতে চেয়েছি তার মমতার স্পর্শ।
শৈশবের চেতনাকে বুকে নিয়ে
ছুঁতে চেয়েছি ওকে বারে বারে।
ও আমাকে ছুঁতে দেয়নি একেবারে!
দূরে রেখে বলেছে আমারে,
"ছুঁস না তুই আমারে।
বিষে ভরা শরীর ওরে!
এই দেখ,এখানে বিষাক্ত আর্সেনিক।
তার উপর প্রযুক্তির ক্যান্সার কীট,
ধর্ষিত এ দেহেতে নেই জীবনের বীজ।
মমতার রস শুকিয়ে এ দেহ হয়েছে চৌচির।"
হতবাক দৃষ্টিতে চেয়েছি ওর পানে,
কেঁদেছি নির্বাক চিত্তে অঝোর নয়নে,
পরিশেষে বলেছি তারে কাতর প্রাণে,
"বলরে মা-মাটি,আগামী প্রজন্ম বাঁচবে কেমনে?"