কবিতাঃ- বলতে পারো
✍️ মনোজ ভৌমিক


তোমার ছিল ফাগুন মাস
আমার চৈত্রের দুপুর!
ভরা ছিল ফুলের বাগান
আমার শুকনো পুকুর!!


বসন্ত ছোঁয়া দুই মনেতে
ফারাক ছিল ভীষণ!
কালবোশেখী এই হৃদয়ে
আজকে যখনতখন!!


সেদিনও তো আমার ছিল
বাহারী ফাগুন মাস!
এখন শুধু একলা মনে
ফেলছি দীর্ঘশ্বাস!!


বলতে পারো এই জীবনে
কেন চৈত্র দিন আসে?
ভালোবাসা হারায় কেন
শুকনো দীঘিতে এসে??


থাক না তোমার ফাগুন মাস
বসন্তে ভরা দিন,
আমি না হয় চৈত্র বুকেই
শুধবো সকল ঋণ!