কবিতাঃ- বন্ধু দিনে
✍️ মনোজ ভৌমিক


বন্ধু তুমি আজও কি টিপ পরো
চওড়া কপাল জুড়ে!
কাজল আঁকা চোখ তোমার
আমায় কি খুঁজে ফেরে!!


মেঘ বরণ চুল কি তোমার
শ্রাবণ আকাশ ছোঁয়!
কানের নিচে ঝুমকো লতা
বাতাসে কথা কয়!!


ঠোঁট দু'টি রাঙিয়ে রেখেছো
ঐ দিগন্ত ছোঁয়া রঙে!
এখনো কি চিবুক ওঠাও
পুরানো সেই ঢঙে!!


আয়না কি আজো কথা বলে
একলা তোমায় পেয়ে!
তোমার কন্ঠে রবি ঠাকুর
এখনো আছে কি ছুঁয়ে!!


ও বন্ধু তুমি বন্ধুই থেকো
আজ কাল ও পরশু,
শরীরটাকে সাজিয়ে রেখো
মনটা থাকুক শিশু।


ভালোবাসার সব গল্পই
কৈশোর ছুঁয়ে থাক,
মনের কোণে ভাবনাগুলো
সময় ছুঁয়ে যাক।


বন্ধু দিনে তোমার কথা
ভীষণ মনে পড়ে,
বন্ধু তুমি যেখানেই থাকো
নিও আপন গড়ে।