কবিতাঃ- বন্ধু গণেশ
✍️ মনোজ ভৌমিক


বছর পরে এলি রে তুই
এই অভাগার ঘরে,
অনেক কষ্ট সয়েছি গণা
সারাটা বছর ধরে।


আজ যখন এলি রে তুই
এ বন্ধুকে মনে করে,
কষ্ট করে বসবি কি ভাই
মাটির আসন 'পরে?


কিঞ্চিৎ কিছু মিঠাই খা'রে
দিলাম পাতায় ভরে,
মনের যত দুঃখ কথা
শোনাবো আজকে তোরে।


এ ক'টা দিন না হয় থাক
আমার ঘরেই ওরে,
আমার মা'কে "মা"ই ডাকিস
নিজের "মা" মনে করে।


ক'দিন আমি থাকবো ভালো
তোর সাথে সুজন,
কেমন করে বোঝাই তোরে
ভালো নেই এ মন!


সত্যি কথা বলতে গণা
আর ভাল্লাগেনা ভাই,
এ পৃথিবীর লোকজনেরা
হচ্ছে যেন কসাই!