কবিতাঃ- বন্ধু গণু
✍️ মনোজ ভৌমিক


ওরা তোকে পয়সা দিয়েই চেনে,
আতস বাজি জ্বালিয়ে ঘরে আনে।
বাহারী ফুলে সেজে ওঠে অঙ্গন,
আলোক মালার বৈভবে প্রাঙ্গণ।


আমার গণু অন্তরে তোকে দেখে,
বন্ধু ছবি খাতার পাতায় আঁকে।
বুক ভরা ভালবাসা অভিমান,
আঁকতে গিয়ে গায় বিরহ গান।


ওদের ঘরে রাজার সাজেই তুই,
আমার ঘরে একলা জাগে ওই-ই।
ধন ঐশ্বর্য ভালোই লাগে তোর,
আমার ঘরে অমা রাত্রির ঘোর!


চোখের জলে তোর ছবি ও আঁকে
"আয় না বন্ধু," বলে সদাই ডাকে।
দুঃখ যাতনা নিত্য দিনের ছবি,
তবুও ওর নেই তো কোনো দাবী।


বন্ধু রূপে তোরেই পেতে ও চায়
ভাবনা ওর রাখিস তোর মাথায়।
নাইবা দিলে মোদক উপচার,
বন্ধু কথার মর্যাদা হোক সার।


বিঘ্নহন্তা সত্যি যদি তোর নাম,
ঐ কথাটার দেখাস পরিণাম।