কবিতাঃ-বড়ই দুর্বোধ্য
✍️ মনোজ ভৌমিক


ব্যালকনি ছোঁয়া বিশুদ্ধ প্রেম
কবে যেন মরে গেছে সময়ের পক্ষাঘাতে!
ভালোবাসা বড়ই অদ্ভুত!!
আইফোন ছুঁয়ে আছে দু'জনার দুই হাতে!


নীরব নিথর ব্যালকনী
কুহেলী শীতের কাছে বড় অসহায়!
ভালোবাসা শুধু প্রেম খোঁজে!!
শীত কুয়াশার মতো নিমেষে ফুরায়!


বিতর্কিত ঐ তাজমহল
প্রেম বাঁচয়ে বাঁচিয়ে আশ্চর্য এক সৌধ!
আঙুল তোলা সময় বলে,
এ ডিজিটাল প্রেম আজ বড়ই দুর্বোধ্য!