কবিতা:- বসন্তে প্রত্যাশা
✍️ মনোজ ভৌমিক


বিগত বসন্তে কাক ডেকেছিল!
এ ফাগুনে কোকিল মরে গেল!!
তবুও বসন্ত আসে এ ধরায়!
সাতরঙা রঙ ভুবনে ভরায়!!


প্রকৃতির আঙিনায় সাজো সাজো রব,
ভ্রমরের গান আজ বড়ই সরব!
ফুলেদের দলে বসে শুষে খায় মধু,
প্রজাপতি ফুলে ফুলে খেলা করে শুধু।


দখিনা পবনে হয় মন উচাটন,
বিষাদ সময় ভুলে জাগে তনুমন।
সাত রং মিলে হেথা করে কত খেলা,
নির্ঝর জেগে ওঠে প্রভাত বেলা।


রবির কিরণ প্রভা অতি মনোরম,
হৃদয়েতে প্রেম জাগে যখন তখন।
সময়ের ক্যানভাসে আঁকে শত ছবি,
কত কথা লিখে যায় দেখি শত কবি।


বসন্ত বিরাজ হোক এ ধরার বুকে,
এক পেট খেয়ে যেন ওরা বেঁচে থাকে।