কবিতা :- বসন্ত আজ বসন্তে নেই
            মনোজ ভৌমিক


ভিজে ডানা ছুঁয়ে ডুবে যায় ওই গাঙচিলে রোদ্দুর,
দিগন্তে চিৎকার ওঠে,"বলো বসন্ত ক'দ্দুর?"
সাতরঙা রঙ জাগছে হোথায় রঙ বাহারি খেলায়,
বর্ষা আবেশী বসন্ত আজ ভাসছে অবহেলায়।


ভ্রমরের গান হয়নি শোনা ফুলেদের মনে শোক,
মাধবী বিতানে কেঁদে যায় কলি,এ কেমন দুর্যোগ!
প্রজাপতি মন পাখনা গুটায়,শুঁয়াপোকা আঁকা ছবি,
"হায় বসন্ত! কোথায় তুমি!" বলছে আজ কোন কবি?


চুপিসারে কাঁদে ভালোবাসা মন,গোপন আঙিনা খোঁজে,
ফাগুন দিনের বর্ষা কি মন হারানোর বেদনা বোঝে!!
চোখ গেলো পাখি দিগন্তে ধায়,আঁধার ঘনায় দিনে,
অশোক- পলাশ- কিংশুক রঙ নেবে তুমি কবে চিনে?


সময় হারানো সময়ে আজকে বয়ে যায় এই বেলা,
বসন্ত আজ বসন্তে নেই,বৃথাই রঙের খেলা।