কবিতা:- বসন্ত আজীবন
           মনোজ ভৌমিক


রঙবেরঙি বসন্তকে খুঁজেও খোঁজে না মন,
মনের মাঝে আজকে দেখি বয়সী জ্বালাতন।
সময় পেরোনো মাঠকে আজ দেখছি ঘুরেফিরে,
ভাবের মধ্যে ভাবনা গুলি খাচ্ছে মনকে কুঁরে।


হায় বসন্ত! কোথায় তুমি! বিষাদ ভরা দিন,
কৃষ্ণচূড়া যৌবনবতী হচ্ছিল রঙিন!
অকাল বৃষ্টি ডুবিয়ে দিলো সবুজ আঙিনা,
কেমনে ও তোমায় ভোলে? আজকে তুমিই বলো না?


হারিয়ে যাওয়া আলোর মাঝে খুঁজছে পোড়া মন,
শরীরী বয়স বাড়লেও, বসন্ত আজীবন