কবিতা:- বসন্ত থাকে বসন্তেই
            মনোজ ভৌমিক


হায় বসন্ত! আজ কোথায় তুমি?বৃষ্টি ভেজানো মন...
ভাবনা আবেশিত অন্তর কাঁদে মন বড়ই উচাটন ,
আমের মুকুল পড়লো ঝরে,হেথা উল্টো দখিনা হাওয়া-
ফুলের বাগান ভূলুণ্ঠিত, ভ্রমরের বৃথা গান গাওয়া।


পলাশ কেমন চুপ করে রয়,অশোক ভুলেছে যে চাওয়া,
শিমুলের মনে বড় বেদনা,কিংশুকের চোখ ভেসে যাওয়া।
বকুল ঝরা ওই মনটাকে আজ দাঁড়িয়ে দেখছে বলো কে?
কৃষ্ণচূড়ার রঙ নেই দেহে,বলে,"বসন্ত কোথায় হে?"


কনকচাঁপার ভরানো হৃদয়,জুঁই দূরে দাঁড়িয়ে হাসে,
কৃষ্ণকলির রয়েছে বিরাগ,কাঞ্চন অগাধ বিশ্বাসে।
হিমঝরাতে ঝরুক বর্ষা,উন্মাদ হোক হাওয়া,
বসন্ত থাকে বসন্তেই,ওর নাই কিছু আসাযাওয়া।