কবিতা:-বৌমা না,বোন হয়ে যেও
               মনোজ ভৌমিক


আজকে তোমার আইবুড়ো ভাত,কালকে হবে গো বিয়ে!
বর যে আসবে ছাদনাতলায়,টুপুর মাথায় দিয়ে।
গায়ে হলুদের ওই তত্ত্বে দিও গো বাটা হলুদ,
ঐ হলুদ রঙটা নিজ মনেতে,মেখে নিও তুমি খুদ।
বাঁচাবুচি ও রঙটা তুমি হবু বরকে পাঠিয়ে দিও,
চুপিচুপি ও হাওয়াতে বোলো,"ভালোবাসা রঙ প্রিয়।"
জানি মনের সঙ্গে বদলাবে পুরাতন চেহারাটা,
একইসাথে বদলে যাবে তোমার আসল ঠিকানাটা।
ঐ সকল রঙের মাঝেই তুমি পাবে গো সিঁদুর রঙ,
সেই রঙেতে দেখিও না কভু সেই ভালোবাসার ঢং।
সাতপাকেতে বাঁধবে যে বামুন ভিন্ন দুটি প্রাণ,
জীবনভর গেয়ো গো তোমরা ওই ভালোবাসার গান।
সবুজ রঙ ওই চার চোখেতে সদাই জাগিয়ে রেখো,
আশীর্বাদ রইলো আমার আগামীতে সুখেই থেকো।
ঐ রঙটার আজকে কিন্তু ভীষণই প্রয়োজন,
ওর মধ্যে দেখবে তুমি কে পর আর কেই বা আপন।
অঝোর ধারায় ঝরলে বৃষ্টি একটু কেঁদে নিও,
আমার ঘরে আসবে যখন, বৌমা না,বোন হয়ে যেও।