কবিতাঃ-বয়স
✍️ মনোজ ভৌমিক


ঘড়ির কাঁটায় সময় গুণে
ঐ ক্যালেন্ডারে দিন,
ক্যালেন্ডারটা বদলে গেলেই
বয়স বাজায় বীণ।


বয়স নাকি বাড়তে থাকে
অহরহ প্রতিদিন!
না হয় যেন সত্যিই তাই
খুঁজে দেখো একদিন।


বয়স কি আর বাড়ে রে ভাই
কমতে থাকে সবার,
যেমনি করে রেসের ঘোড়ার
ডেড লাইনটা ছোঁবার।


বয়স নিয়ে জল্পনা যত
জন্মের পরেই দেখি,
বাল্য বয়স বড়ই মধুর
সদা মনে উঁকি।


কৈশোর কাল রঙিন বড়
অদম্য সাহস বুকে,
ও সময় সদা আনমোল
মেতে থাকে সৃষ্টি সুখে।


যৌবন যেন কলুর বলদ
সংসার ঘানি টানে,
জীবন যুদ্ধে ঘাত প্রতিঘাত
সইতে বয়স জানে।


প্রৌঢ়ত্বে হিসেব নিকেশ
গতি হয় যে মন্থর,
সম্পর্কের টালবাহানায়
খোঁজে আপন পর।


ঐ বয়সেই দেখবে তুমি
নানান রকম ছবি,
বয়সটাকে লুকিয়ে সবাই
হতে চায় আজনবি!


আর বার্দ্ধক্য খুঁজতে থাকে
ডেড লাইন কোথায়!
অবহেলা অনাদর হতে
মুক্তি পাবে যেথায়।


আকাশ বায়ু জল পৃথিবীর
বয়স যতই বাড়ুক,
জীবের মতই ওদেরও যেন
মৃত্যু মারে চাবুক।