কবিতাঃ- বৃষ্টি ছোঁয় না এখন
✍️ মনোজ ভৌমিক


তোমার কোমল দেহে শীত বৃষ্টি আলাপন,
একান্তে একাগ্রে নাও প্রেমময় শিহরণ!
আমি তো ক্লান্ত পথিক বিরাম নিই এখন,
পাতাঝরা এ হেমন্ত আজ বড়ই আপন।


ধোঁয়াটে আকাশ পানে চেয়ে আছি একমনে,
বৃষ্টি ছোঁয় না এখন, হয়তো সময় মানে!
আমলকী বন সম জীবন করি যাপন,
কত পাতা গেছে খসে গোনা নিষ্প্রয়োজন।


ভিজে নাও ভিজে নাও হোক না হেমন্তক্ষণ,
আষাঢ় শ্রাবণ এলে আবার ভিজিও মন।
হেমন্ত ছুঁলে ও দেহ শুরু হবে জ্বালাতন
বিষাদ আসবে মনে বিড়ম্বনা অনুক্ষণ।