কবিতাঃ- বৃথা পণ্ডশ্রম
           মনোজ ভৌমিক

বারুদের গন্ধ গেছে থেমে!
প্রদূষণের স্তর গেছে নেমে!!
পাখিরা নির্দ্বিধায় ওড়ে,
মানুষ ঘরেতে যেন মরে!

সময় দাঁড়িয়ে গেছে যেন!
প্রশ্ন কোরো না,"এমন কেন?"
সভ্যতার বড় অভিশাপ!
মানুষ জন্ম কি মহাপাপ!!

প্রাগৈতিহাসিক সেই ক্ষণ
ছিল যেন অতীব আপন।
হিংসা বিদ্বেষ হীন কথা
ছিল না মনে কোনো ব্যথা।

সভ্যতার ছিল প্রয়োজন
হিংস্রতা চায়নি এমন।
পৃথিবীটা ছিল বলো কার!
"আমি! আমি!"ভাবনা বেকার।

ভাগাভাগি হলো বাহুবলে
রোজানা কত রক্ত ঝরালে!
সবকিছু কি বৃথা পণ্ডশ্রম?
দরজায় দাঁড়ালো যে যম!!